Malda: দময়ন্তী সেন দায়িত্ব নেওয়ার পরেই ইংরেজবাজারে নাবালিকা ধর্ষণকাণ্ডে এক আইসি-সহ তিন পুলিশ আধিকারিককে লালবাজারে তলব। Bangla News
Continues below advertisement
হাইকোর্টের নির্দেশে দময়ন্তী সেন দায়িত্ব নেওয়ার পরেই মালদার ইংরেজবাজারে নাবালিকা ধর্ষণকাণ্ডে এক আইসি-সহ তিন পুলিশ আধিকারিককে লালবাজারে তলব। তদন্তের অগ্রগতি নিয়ে জানতে তলব। পুলিশ জানিয়েছে, ইংরেজবাজার ধর্ষণকাণ্ডে চার্জশিট প্রস্তুত। স্পেশাল পুলিশ কমিশনার নির্দেশ দিলেই তা পেশ করা হবে। ২৭ মার্চ ইংরেজবাজারে বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে, দেগঙ্গায় মহিলাকে ধর্ষণ-খুনের ঘটনায় লালবাজারে তলব করা হয়েছে তদন্তকারী অফিসার ও জেলা পুলিশের এক আধিকারিককে। ২৮ মার্চ ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়।
পাশাপাশি, বসিরহাটের মাটিয়ায় নাবালিকাকে ধর্ষণকাণ্ডে বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল ইন্সপেক্টর ও তদন্তকারী অফিসারকে লালবাজারে তলব করা হয়েছে।
Continues below advertisement
Tags :
Malda ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Damayanti Sen Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Malda IC ইংরেজবাজার নাবালিকা ধর্ষণকাণ্ড