Malda : পুকুর ভরাটের বিরোধিতা, দম্পতিকে মারধর ও খুনের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ জেলাশাসকের। Bangla News
পুকুর ভরাটের বিরোধিতা করায় দম্পতিকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। মালদার গাজোলের মনানিপুর এলাকার ঘটনা। অভিযোগ, ওই দম্পতির বাড়ি লাগোয়া পুকুরের একাংশ মাটি ফেলে ভরাট করছে মাফিয়া। প্রতিবাদ করায়, কিছুদিন আগে বাড়িতে চড়াও হয়ে দম্পতিকে মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মালদার জেলাশাসক ও গাজোল থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের নির্দেশ জেলাশাসকের।
Tags :
TMC BJP ABP Ananda Malda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Land Mafia এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ তৃণমূল জমি মাফিয়া Couple Beaten দম্পত্তিকে মারধর