Malda News : নিম্নচাপের বৃষ্টিতে জলে ভাসল মালদার ইংরেজবাজারের পুর-বাজার | ABP Ananda LIVE
Malda News : নিম্নচাপের বৃষ্টিতে জলে ভাসল মালদার ইংরেজবাজারের পুর-বাজার। জলমগ্ন শহরের বেশ কয়েকটি এলাকা। জল জমেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেও। ইংরেজবাজার পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে নেতাজি পুর মার্কেটের অধিকাংশ দোকানে জল ঢুকেছে। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের মধ্যে পাম্প হাউস তৈরি হলেও, পাম্প বসানো হয়নি। এছাড়া, নর্দমাও নিয়মিত পরিষ্কার হয় না। পুর-বাজারে জল জমা নিয়ে ইংরেজবাজার পুরসভার দিকেই আঙুল তুলেছেন ব্যবসায়ীরা। পুর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।