Businessman Fire:মালদার গাজোলে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, গয়না লুঠের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। Bangla News
মালদার গাজোলে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। লক্ষ্যভ্রষ্ট হওয়ায়, পাথর ছুড়ে জখম করে টাকা, গয়না লুঠের অভিযোগ উঠল দুষকৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত ব্য়বসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে।
Tags :
Attack Malda Bangla News Bangla News Live Bullet Gajole Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Fire ABP Ananda Bengali News District Gold Jeweler