Malda: মালদায় ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা, রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের | ABP Ananda LIVE
মালদায় ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা, রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। ২ সপ্তাহের মধ্যে জেলা পুলিশ সুপারকে রিপোর্ট দিতে নির্দেশ এনএইচআরসির। মুখ্যসচিব ও ডিজিপি-কেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। ১৮ জুলাই বামনগোলায় চোর অপবাদে ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে ফাঁড়ি ভাঙচুরকাণ্ডে নির্যাতিতাদেরই গ্রেফতার। সমালোচনার মুখে পড়ে ভুল কবুল পুলিশের, যদিও ঘটনার দিন তারা ফাঁড়ির এলাকায় যাননি, ভাঙচুরেও যুক্ত ছিলেন না বলে দাবি করেন তাঁরা। ৭দিন পর গতকাল জামিনে জেল থেকে ছাড়া পান ২ নির্যাতিতা।