Malda: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, প্রকাশ্যেই চলছে হুমকি-পাল্টা হুমকি I Bangla News
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, প্রকাশ্যে হুমকি-পাল্টা হুমকি। বাঁশের বদলা বাঁশ, লাঠির বদলা লাঠি! বিরোধীদের হুমকি মালদার মালতিপুরের তৃণমূল বিধায়কের। ‘বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে, বাঁশ দেখালে পা কেটে নেওয়া হবে’, হুমকি তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির। ‘লোকসভা ভোটের পর তো গর্তে ঢুকে গিয়েছিল। যে বলছিল মাথায় গুলি করবে, এরা তারই শিষ্য', পাল্টা দিলীপের।
Tags :
Threats Malda Bangla News Bangla News Live Panchayat Election Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News