Malda: বাংলায় ঢুকে তাণ্ডব চালাল বিহারের পুলিশ, ভেঙে গুঁড়িয়ে দিল ২০টি বাড়ি ।Bangla News
বাংলায় ঢুকে তাণ্ডব চালাল বিহারের পুলিশ। বাংলার পুলিশকে না জানিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল ২০টি বাড়ি। মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা। বিহার সীমান্তবর্তী সাদলিচক গ্রাম-পঞ্চায়েতের ২০টি বাড়িতে ভাঙচুর। রাস্তার পিছনে আছে শাসকদলের নেতাদের জমি। সেই কারণেই বিহার পুলিশকে টাকা দিয়ে ভাঙচুর’ কটাক্ষ বিজেপির। বাংলার পুলিশ প্রশাসনকে না জানিয়ে হামলা বরদাস্ত নয়’, দাবি তৃণমূলের।
এবিপি আনন্দ-র মার্চেনডাইস সম্ভার- ক্লিক করুন
Tags :
ABP Ananda Malda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bengal Police Bihar Police এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ মালদা Malda Houses Rummaged