Khagen Murmu: ‘মালদাকে করিডর হিসেবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস', বিস্ফোরক খগেন মুর্মু I Bangla News
‘মালদাকে করিডর হিসেবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল আশ্রিত পাচারকারীরা মালদাকে করিডর হিসেবে ব্যবহারে যুক্ত। সোনা, ফেন্সিডিল, ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ধরা পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কড়া নজর রয়েছে।’ অভিযোগ উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর।
Tags :
Malda Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Khagen Murmu ABP Ananda Bengali News