Malda: মালদার কালিয়াচকের রাজনগরে আর্বজনার স্তূপে বিস্ফোরণ, ৩ বছরের শিশুর মৃত্যু| ABP Ananda LIVE
মালদার কালিয়াচকের রাজনগরে আর্বজনার স্তূপে বিস্ফোরণ। ৩ বছরের শিশুর মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, গতকাল আত্মীয়ের বাড়ি থেকে মায়ের সঙ্গে বাড়ি ফেরে সুরাজ মণ্ডল। মা বাড়িতে ঢুকে গেলেও, শিশুটি বাইরে খেলছিল। সেইসময় প্রতিবেশীর বাড়ির আবর্জনার স্তূপে বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত অবস্থায় শিশুকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোবাইল ফোনের পুরনো ব্যাটারি ফেটে এই বিপত্তি।
Tags :
West Bengal ABP Ananda Politics Malda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ABP Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ABP Ananda