Malda: বিস্কুটের প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পলাতক অভিযুক্ত প্রৌঢ়।Bangla New
মালদার হবিবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে। ঘটনার সময় নাবালিকার বাবা-মা বাড়িতে ছিলেন না। অভিযোগ, বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে পাশের একটি ফাঁকা ছাতা কারখানায় নিয়ে যায় বছর ৫৫-র ওই ব্যক্তি। সেখানে ধর্ষণের চেষ্টা করলে কোনওরকমে হাত ছাড়িয়ে পালায় নাবালিকা। তারপর বাড়িতে বাবা-মা ফিরলে সবকথা জানায় সে। হবিবপুর থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। সূত্রের দাবি, অভিযুক্ত ওই নাবালিকার দূর সম্পর্কের আত্মীয়।
Tags :
Crime Malda ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Crime News Habibpur DISTRICT NEWS এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Minor Attacked District Crime News