Malda News: দুলাল সরকারকে সরাতে ৫০ লক্ষের সুপারি ! কী দাবি পুলিশের ? | ABP Ananda
ABP Ananda LIVE: দুলাল সরকারকে সরাতে ৫০ লক্ষের সুপারি। আততায়ীদের ভাড়া করেছিল নরেন্দ্রনাথ-স্বপন শর্মাই। বাকি ধৃতদের জেরা করে ২ চক্রীর হদিশ, দাবি পুলিশের। 'কাঁটা সরাতে ৫০ লক্ষ'
হাজিরা দিলেন না অর্জুন সিংহ
এদিকে, বিজেপি নেতার বিতর্কিত জমি সংক্রান্ত মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তলবে হাজিরা দিলেন না অর্জুন সিংহ। অন্যদিকে ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির মামলায় সিআইডি দফতরে হাজিরা এড়ালেন পবন সিংহ। বিজেপি বলেই হেনস্থা করা হচ্ছে, অভিযোগ তুলেছেন অর্জুন-পবন।
রাজঘাটে রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সের মধ্যেই প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি সৌধে কেন্দ্রের সম্মতি। রাষ্ট্রীয় সম্মানের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ধন্যবাদ জানান মেয়ে শর্মিষ্ঠা। প্রণব মুখোপাধ্যায়ের প্রতি দরদ থাকলে এতদিন পরে কেন ? সংকীর্ণ রাজনীতি। কেন্দ্র ও প্রণবকণ্যাকে একযোগে আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের।
ফের নামল পারদ। রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। কলকাতায় এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমেছে পারদ। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে ১০-এর ঘরে। উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডা। আগামীকাল আরও নামতে পারে পারদ। তবে শীতের পথে কাঁটা হতে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। ফলে পৌষ সংক্রান্তির আগে আটকাতে পারে উত্তুরে হাওয়া। সপ্তাহান্তে ফের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা।