Malda News: বিদ্যুৎ বিভ্রাট ঘিরে গতকাল রণক্ষেত্র মানিকচক, আজ কী পরিস্থিতি? ABP Ananda Live
ABP Ananda Live: গতকাল মানিকচক উত্তপ্ত ছিল, আজ সকাল থেকেই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, এলাকায় দোকানপাট একেবারেই জনশূন্য। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্রে পরিণত হয় মালদার মানিকচক। পুলিশের গুলিতে জখম হন দুজন। শুক্রবার এর প্রতিবাদে মানিকচকে ১২ ঘণ্টার বনধের ডাক দিল আরএসপি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির OMR তদন্তে এবার তৎপর ইডি। সিবিআইয়ের পর এবার তৎপর ইডি। মুম্বইয়ের OMR মূল্য়ায়নকারী সংস্থার ডিরেক্টরকে তলব। এস বসু রায় কোম্পানির এক কর্মীকেও তলব ইডির। OMR দুর্নীতির তদন্তে পরপর ৪দিন তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি চালিয়ে ২টি সার্ভার ও ৩৬টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে CBI। এবার OMR দুর্নীতির তদন্তে তৎপর ইডি। জমি-বিবাদে গুলি চলার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুরে। যদিও পুলিশ সূত্রে দাবি, গুলি চলার কোনও ঘটনা ঘটেনি। পুলিশ অভিযুক্ত দু'জনকে আটক করেও ছেড়ে দেওয়ায়, সরব হয়েছেন স্থানীয়রা। কীভাবে হাতে হাতে ঘুরছে এত অস্ত্র? বেআইনি আগ্নেয়াস্ত্র কেন বাজেয়াপ্ত করা হল না? প্রশ্ন স্থানীয়দের।