TMC MLA : 'বুথে বিরোধীদের স্থান নেই', ফের বিস্ফোরক মালতিপুরের তৃণমূল বিধায়ক
বুথে বিরোধীদের স্থান নেই। ফের বিস্ফোরক মন্তব্য করলেন মালদার মালতিপুরের তৃণমূল বিধায়ক। আব্দুর রহিম বক্সীর হুঁশিয়ারি নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিরোধীশূন্য করার চক্রান্ত বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। বিতর্কের পরও মন্তব্যে অনড় তৃণমূল বিধায়ক।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News TMCMLA MALDA