Malda: বালি মাফিয়ার দৌরাত্ম্য, মালদায় পুলিশকেই কাঠগড়ায় তুললেন TMC বিধায়ক।Bangla News
মালদায় বালি মাফিয়ার দৌরাত্ম্য নিয়ে পুলিশকেই কাঠগড়ায় তুললেন তৃণমূলের বিধায়ক। রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের অভিযোগ, বালি মাফিয়াকে মদত দিচ্ছে রতুয়া থানার আইসি। টাকা নিয়ে মদত দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর এই অভিযোগ করে তাঁর দাবি, এভাবে চললে ফুলহার নদীর বাঁধ ভেঙে পড়বে। বিধায়ক জানান, তিনি জেলাশাসক, পুলিশ সুপার থেকে এডিজি-র কাছে অভিযোগ জানিয়েছে। যদি তাতে কাজ না হয় তাহলে মুখ্যমন্ত্রীকে জানাবেন। যদিও মালদার পুলিশ সুপার অমিতাভ মাইতির দাবি, পুলিশ কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়।
Tags :
TMC BJP Malda ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Samar Mukherjee এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Sandf Mafia