Malda : জাল জাতি শংসাপত্র জমা দিয়ে দেড় বছর চাকরি, মালদায় গ্রেফতার প্রাথমিক শিক্ষিকা
Continues below advertisement
জাল জাতি শংসাপত্র জমা দিয়ে দেড়বছর চাকরি করার পর, পুলিশের হাতে গ্রেফতার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ধৃত চাঁপা মণ্ডল মালদার মানিকচকের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ২০২১-এ হরিশ্চন্দ্রপুরের বর্নাহি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন চাঁপা। ২০২২-এ তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। আদালতের নির্দেশে মহকুমা শাসকের তদন্তে ওই শিক্ষিকার জাতি শংসাপত্র জাল প্রমাণিত হয়। এরপর মহিলার নামে মানিকচক থানায় এফআইআর দায়ের করেন মহকুমা শাসক। গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে স্কুল অথবা জেলা প্রশাসনের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement