Malda: মালদার রতুয়ায় দলের বিধায়কের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের ব্লক সভাপতি ।Bangla News
মালদার রতুয়ায় দলের বিধায়কের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের ব্লক সভাপতি। বিধা.ক সমর মুখোপাধ্যায়কে আক্রমণের পাশাপাশি, জেলা সভাপতিকেও নিশানা করেছেন তিনি। ২০১১ সাল থেকে মালদার রতুয়া এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ফজলুর হক। অন্যদিকে ২০১৮ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর গত বিধানসভা নির্বাচনে ঘাসফুলের পাতাকায় জেতেন সমর মুখোপাধ্যায়।
Tags :
TMC ABP Ananda Malda TMC Inner Clash ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Tmc Mla Ratua DISTRICT NEWS TMC Block President এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ District TMC