Malda: দলের এক নেতাকে মীরজাফর বলে আক্রমণ আরেক তৃণমূল নেতার! মালদায় ধুন্ধুমার
মালদায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনই প্রকাশ্য়ে চলে এল দলের কোন্দল। একই ব্লকে, ৩টি আলাদা আলাদা কর্মসূচির আয়োজন। সেই কর্মসূচি থেকেই দলের এক নেতাকে মীরজাফর বলে আক্রমণ করেছে আরেক তৃণমূল নেতা। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।