Malda TMC: 'ওটা আসলে লাইটার, যিনি ছবি তুলেছেন তাঁরই লাইটার', পিস্তল-বিতর্ক নিয়ে মৃণালিনী মণ্ডল মাইতি| Bangla News
আগ্নেয়াস্ত্র হাতে নিজের দফতরে শাসক দলের নেত্রী! আগ্নেয়াস্ত্র হাতে মালদা মহিলা তৃণমূলের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি। পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির সভানেত্রীর ছবি ঘিরে বিতর্ক। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, 'ওটা আসলে একটা লাইটার, তা নিয়ে ছবি তোলা হয়েছে। যিনি ছবি তুলেছেন, তাঁরই লাইটার ছিল এটা।' পাল্টা বিজেপির দাবি, 'তৃণমূল কংগ্রেসের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। গোটা রাজ্যকে ১১ বছরে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়ে দিয়েছে। ওদের অফিসে এটাই কালচার। খুঁজলে বোমও পাওয়া যেতে পারে।'
Tags :
ABP Ananda Malda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla TMC Leader With Gun TMC Leader Viral Image Viral Image