Malda News: বৈষ্ণবনগর সীমান্তে BGB-র উস্কানি । কাঁটাতার লাগানোর কাজ বন্ধ দিল BSF | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকদের বাধায় মালদার বৈষ্ণবনগরে বন্ধ BSF-এর কাঁটাতার লাগানোর কাজ। সীমান্তে বাংলাদেশের উস্কানির আবহেই বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল-বেনাপোল সীমান্তে BGB-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করল BSF

ফের কুলতলির মৈপীঠে বাঘের আতঙ্ক। ফের মিলল বাঘের পায়ের ছাপ, গর্জন শুনে আতঙ্কে বাসিন্দারা

এদিকে, ফের কুলতলির মৈপীঠে বাঘের আতঙ্ক। ফের মিলল বাঘের পায়ের ছাপ, গর্জন শুনে আতঙ্কে বাসিন্দারা। নদী বাঁধ সংলগ্ন এলাকায় মিলল বাঘের পায়ের ছাপ, বন দফতরকে খবর স্থানীয়দের। সপ্তাহের শুরুতে মৈপীঠের কিশোরিমোহনপুর ও উত্তর ও দক্ষিণ বৈকুণ্ঠপুরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছিল গ্রামবাসীদের। এবার ৫ থেকে ৬ কিলোমিটার দূরে নগেনাবাদ বোসের ঘেরি এলাকায় বাঘের আতঙ্ক।
নদী বাঁধ এলাকায় জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু বন দফতরের কর্মীদের।

শিয়ালদার হস্টেলে দুষ্কৃতী তাণ্ডব। আবাসিক ও নিরাপত্তারক্ষীদের মারধর। ১ আবাসিকের সঙ্গে বচসা থেকে গণ্ডগোলের সূত্রপাত। ৫০ থেকে ৬০ জন দুষ্কৃতী চড়াও হস্টেলে, আতঙ্কে আবাসিকরা।
শিয়ালদা ডিআরএম অফিসের কাছের হস্টেলে দুষ্কৃতী তাণ্ডব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram