Malda News: মালদায় তৃণমূলকর্মী হত্য়াকাণ্ডে এখনও অধরা মূল অভিযুক্ত, স্নিগার ডগ নিয়ে অভিযান পুলিশের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মালদায় তৃণমূলকর্মী খুন, এক অভিযুক্ত গ্রেফতার জাকির । একদিন পরেও গ্রেফতারি শূন্য! । মূল অভিযুক্ত জাকির শেখের বাড়িতে প্রচুর পুলিশ । কালিয়াচকে রাস্তার শিলান্যাসেও তৃণমূল বনাম তৃণমূল ! তৃণমূল কর্মীকে গুলি করে, পাথর দিয়ে মাথা থেঁতলে খুন! । প্রকাশ্যে খুন, সিসি ফুটেজে আততায়ীদের ছবি, তাও অধরা! । তৃণমূল কর্মী খুন, এখনও আশঙ্কাজনক তৃণমূল নেতা-সহ ২জন । ১০জনকে আটক করে জিজ্ঞাসাবাদ কালিয়াচক থানার পুলিশের । দুষ্কৃতীদের খোঁজে স্নিফার ডগ, ড্রোন দিয়ে পুলিশের তল্লাশি
কোর্টে থেকে ফেরার সময় এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা
ফিল্মি কায়দায় পুলিশকে লক্ষ্য করে শ্যুটআউট। কোর্টে থেকে ফেরার সময় এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বুধবারের ঘটনাস্থল, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর। স্থানীয় বাসিন্দাদের দাবি, পাঞ্জিপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর তখন সবেমাত্র এসে দাঁড়িয়েছে পুলিশের একটি প্রিজন ভ্যান। সূত্রের দাবি, দরজা খুলতেই নেমে আসেন দুই পুলিশ কর্মী ও একজন আসামি। আর তারা নামামাত্রই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দুই পুলিশ কর্মী। আর সেই সুযোগেই পালিয়ে যায় আসামি। তারপর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা পুলিশকর্মীদের স্থানীয়দের সহায়তায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।