Malda News: একের পর এক হামলার ঘটনা, প্রশ্নে মালদার আইনশৃঙ্খলা | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ফের মালদা, একের পর এক খুন, প্রশ্নে জেলার আইনশৃঙ্খলা । ইংরেজবাজারে মানিকচকের তৃণমূল বিধায়কের বাড়ির সামনে শ্যুটআউট, গুলিবিদ্ধ ব্যবসায়ী । কালিয়াচক: প্রতিবেশীর সঙ্গে বিবাদে যুবককে কুপিয়ে খুন > ভূতনি: জমি বিবাদে সংঘর্ষ, পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন 

অপেক্ষার প্রহর গোনা শুরু। ঘরে ফিরছেন ৯ মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামরা

অপেক্ষার প্রহর গোনা শুরু। ঘরে ফিরছেন ৯ মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামরা। তাঁদের ফেরাতে আজ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু টেন মহাকাশযান। ফ্যালকন নাইন রকেটে ওই মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। নতুন মহাকাশযানে রয়েছেন চারজন নভশ্চর। ভারতীয় সময় অনুযায়ী আজ সকালে ফ্যালকন নাইন রকেট স্পেস স্টেশনে পৌঁছেছে। ক্রু টেন স্পেসশিপ । সফলভাবে জুড়েও গেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে। দরজা খুলতে একঘণ্টা সময় লেগেছে। এবার শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন
সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোররা। গত বছরের জুনে মহাকাশে পাড়ি দেন সুনীতা এবং বুচ। ৮ দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তাঁরা আটকে পড়েন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola