Malda News: রণক্ষেত্র মালদার মানিকচক,পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, রক্তাক্ত আইসি-সহ ৩, গুলিবিদ্ধ ২ গ্রামবাসী
ABP Ananda LIVE: বিদ্য়ুতের দাম বাড়ছে, কিন্তু পরিষেবা মিলছে না। এ অভিযোগ রাজ্যে নতুন নয়। মালদার মানিকচকের ঘটনাতেও স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরেই তাঁদের এলাকায় লোডশেডিং হচ্ছিল। মন্ত্রী সামিনা ইয়াসমিনও স্বীকার করেছেন লোডশেডিংয়ের কথা। অন্য়দিকে বিদ্য়ুৎমন্ত্রী দাবি করছেন, মাননীয়া মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বাংলার অভিধান থেকে লোডশেডিং নামক শব্দটি চিরতরে তুলে দিয়েছেন।
সাদ্দামের বিরুদ্ধে সন্ত্রাস, হিংসা ছড়ানোর ধারা-সহ একাধিক অভিযোগে এফআইআর। জামিন চেয়ে 'প্রতারক' সাদ্দামকে সমাজসেবী বলে সওয়াল আইনজীবীর। থানায় নিয়মিত যাতায়াত ছিল পুলিশে হামলায় অভিযুক্ত সাদ্দাম সর্দারের? 'থানায় নিয়মিত যেত সাদ্দাম, সিসি ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে'। সাদ্দামের জামিনের সওয়াল করে কোর্টে বিস্ফোরক দাবি আইনজীবীর। ১৫বছর ধরে প্রতারণার জাল, যোগাযোগ ছিল সাদ্দাম-পুলিশের? বাড়িতে সুড়ঙ্গ, পুলিশের উপর হামলায় অভিযুক্তেরই পুলিশি-ঘনিষ্ঠতা?আদালতে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি সাদ্দামেরই আইনজীবীর! মালদার মানিকচকে রাস্তা অবরোধের জেরে উত্তেজনা। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। পুলিশকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। আক্রান্ত আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন ২ জন। মালদার মানিকচকে রাস্তা অবরোধের জেরে উত্তেজনা। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। পুলিশকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। আক্রান্ত আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী।