Malda Update: কাল রক্ষক্ষেত্র, আজ থমথমে, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধের পর কী অবস্থা মানিকচকের?

Continues below advertisement

Malda News: কাল রক্ষক্ষেত্র, আজ থমথমে। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে ধুন্ধুমার। কাণ্ডের পর আজ দিনভর কড়া নিরাপত্তা বলয়ে মালদার মানিকচক। লোডশেডিংয়ের প্রতিবাদে অবরোধকে কেন্দ্র করে গতকাল মানিচকের যে সব জায়গা তেতে উঠেছিল, সেই এনায়েতপুর, ধরমপুর ও মথুরাপুরে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। মালদা জেলার পুলিশ সুপার জানিয়েছেন, গতকালের অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পথ অবরোধকে কেন্দ্র করে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় মানিকচকের এনায়েতপুর। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আহত হয়েছেন ২ গ্রামবাসী। ইটবৃষ্টিতে রক্তাক্ত হন আইসি সহ ৩ পুলিশকর্মী। এলাকায় সিপিএম ও আরএসপির ডাকে ১২ ঘণ্টার বন্‍ধ চলছে।  বেশিরভাগ দোকানপাটই বন্ধ। রবিবার ২১ জুলাইয়ের সমাবেশ। কিন্তু আজই জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূলের সমর্থকরা। দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রতিবছরের মতোই তাঁদের থাকার ব্যবস্থা হয়েছে। সেই প্রস্তুতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram