Malda News: 'আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে পুলিশ', মালদার ঘটনায় বললেন পুলিশ সুপার।

Malda update: লোডশেডিংয়ের প্রতিবাদে রণক্ষেত্র মানিকচক, গুলিবিদ্ধ ২। মালদার মানিকচকে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২, মাথা ফাটল আইসির। লোডশেডিং নয়, টাওয়ার বসানো নিয়ে সমস্যা, দাবি বিদ্যুৎমন্ত্রীর। 'অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার বিরুদ্ধে প্রতিবাদ এলাকাবাসীর'। বিদ্যুৎমন্ত্রীর দাবির দেড় ঘণ্টার মধ্যে বিবৃতি এডিজি আইনশৃঙ্খলার। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ গ্রামবাসীদের। মানলেন মন্ত্রী। গুলি চালাতে বাধ্য হয়েছে পুলিশ, দাবি উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রীর। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে অবরোধ, পুলিশকর্মীদের আটকে মারধরের অভিযোগ। বোমা-ইট-লাঠি নিয়ে পুলিশকে তাড়া দুষ্কৃতীদের, বিবৃতি এডিজি আইনশৃঙ্খলার। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, রক্তাক্ত আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী। বাধ্য হয়েই গুলি চালিয়েছে পুলিশ, মানলেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী। মালদার এসপি-র রিপোর্ট চাইল নবান্ন, ঘটনাস্থলে আইজি মালদা রেঞ্জ। 'হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে ওঠে বিক্ষোভকারীরা'। পেট্রোল ঢেলে বাইকেও লাগানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা ABP Ananda Live  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola