Malda News: মালদার ইংরেজবাজারে চলন্ত লরির সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত্যু হল গাড়ির ৬ জন যাত্রীর | ABP Ananda live

ABP Ananda LIVE: মালদার ইংরেজবাজারে চলন্ত লরির সঙ্গে গাড়ির সংঘর্ষ। মৃত্যু হল গাড়ির ৬ জন যাত্রীর। গুরুতর জখম হন আরও একজন। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ গৌড় মালদা স্টেশনের কাছে । ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। কালিয়াচক থেকে মালদার দিকে যাওয়ার পথে, চলন্ত লরিকে পিছন থেকে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়ি। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও এক আরোহীর। লরি আটক হলেও, চালক পলাতক।  

সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়! আর জি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে সিপিরও গ্রেফতারি দাবি! 'সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই' । 'কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল?' সেমিনার রুমের উল্টোদিকের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে হেফাজতে নিক সিবিআই', শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলান' বলছেন, সুখেন্দুশেখর রায়

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola