Malda News: রিলের নেশায় বুঁদ, মর্মান্তিক পরিণতি স্কুলপড়ুয়ার। ABP Ananda live

ABP Ananda live: রিলের নেশায় হাতে আগ্নেয়াস্ত্র, গুলি ছুটে নিহত পড়ুয়া। ভয়াবহ ঘটনা মালদার কালিয়াচকে। বাড়ি থেকেই উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার নিহত পড়ুয়ার বন্ধু। বন্ধুকে সঙ্গে নিয়েই রিল বানাচ্ছিল অষ্টম শ্রেণির পড়ুয়া। অষ্টম শ্রেণির পড়ুয়ার হাতে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে, তদন্তে পুলিশ। মূলত, রাজ্যে অনেকদিন আগেই কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একসময় তৎকালীন রাজ্যপাল ধনখড় বলেছিলেন, বারুদের স্তূপে পরিণত হয়ে রাজ্য। যদিও  মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গোটা বাংলা থেকেই একের পর এক অস্ত্রভান্ডার ধরা পড়েছিল। আগ্নেয়াস্ত্র, বোমা-সহ বহু অভিযুক্তদেরই হাতকড়া পরানো হয়েছিল। এদিকে প্রায়শই যখনই কোনও আগ্নেয়াস্ত্র ধরা পড়ে বা কোনও ঘটনা ঘটে, শাসকদলের শীর্ষ নের্তৃত্বের মুখে যোগী রাজ্যের নামই ফিরে আসে। তবে মালদায় যে মর্মান্তিক ঘটনাটি ঘটল, এরই সঙ্গে বড় প্রশ্ন তুলে দিল, আদতেই কোথায় দাঁড়িয়ে নিরাপত্তা ? 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola