Malda News: 'ফুটবল খেলার মতো বিরোধীদের পায়ে মারতে হবে', আইসিকে পাশে বসিয়ে হুমকি তৃণমূল নেতার

ABP Ananda Live: বিধানসভা ভোটে জোরদার খেলা হবে। ফুটবল মাঠের মতো সেখানে রেফারি বা লাল কার্ড থাকবে না। তাই নিজের নিজের মতো করে তৈরি হন। হরিশ্চন্দ্রপুরে, থানার IC-কে পাশে বসিয়ে দলীয় কর্মীদের এই নির্দেশই দিলেন তৃণমূলের ব্লক সভাপতি। পুলিশ রেফারি না হলে মানুষ বুঝে নেবে, পাল্টা বিজেপি।

 

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বাড়িতে চুরি,  বিস্ফোরক স্থানীয় TMC কাউন্সিলর

রাত ১১টা বাজলেই বাইরের সমাজবিরোধীদের যাতায়াত বেড়ে যায় এলাকায়। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ও গয়না লুঠের ঘটনার পর এই বিস্ফোরক স্বীকারোক্তি স্থানীয় তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়ের। এটুকু বলেই থামেননি তিনি। খোদ শাসকদলের কাউন্সিলরই বলছেন, স্থানীয় থানা এমনকী ডিসি নর্থকে চিঠি দিয়েও কোনও কাজ হয়নি। এখানেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। তারা বলছেন, শাসকদলের কাউন্সিলরই যখন অভিযোগ করে কোনও সুরাহা পাচ্ছেন না, তাহলে সাধারণ মানুষের কী হবে? অন্যদিকে, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো জায়গায় এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর তৃণমূলের দাবি রাজ্যের আইনশৃঙ্খলা যথেষ্ট ভাল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola