Malda News: TMC নেতা দুলাল সরকার হত্যার পর এবার মানিকচকের TMC বিধায়কের গাড়িতে হামলার চেষ্টার অভিযোগ

TMC News: তৃণমূল নেতা দুলাল সরকার খুনের পর এবার মানিকচকের তৃণমূল বিধায়কের গাড়িতে হামলার চেষ্টা। ফের উঠল 'বড় মাথার' তত্ত্ব। প্রাণনাশের চেষ্টা হয়েছে, রেকি করে হামলা, অভিযোগ সাবিত্রী মিত্রর। ১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। গাড়িকে ধাক্কা মারার চেষ্টা, অভিযোগ মানিকচকের তৃণমূল বিধায়কের। সন্দেহজনক গাড়িটি ফের ঘুরে এসে ধাওয়া করে, অভিযোগ বিধায়কের। আতঙ্কিত তৃণমূল বিধায়ক ইংরেজবাজারে গাড়ি থামিয়ে পুলিশকে ফোন করেন। কে বা কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটাল, খতিয়ে দেখছে মানিকচক ও ইংরেজবাজার থানার পুলিশ।

যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ইস্যুতে প্রতিক্রিয়া শুভেন্দুর, 'এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে..'!

একই কলেজের ২ পক্ষের মধ্যে সংঘাতের জের। আর এর জেরে এবার কলেজ ক্যাম্পাসেই উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। শিক্ষামন্ত্রীর সামনে স্লোগান দিলেন যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পড়ুয়ারা। আর এই নিয়ে কড়া অবস্থানে কলেজের পরিচালন সমিতির সভাপতি মালা রায়। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যু টেনে, মমতার সরকারকে জোর নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola