Malda News: অবশ্যই রাজনৈতিক কারণেই হত্যা, হিংসা, লোভ এর পিছনে আছে: মালদার নিহত TMC নেতার স্ত্রী

ABP Ananda Live: 'পুলিশের তদন্ত যেন সঠিক পথে যায়। তার জন্য পুলিশ ৫ দিনের সময় চেয়েছে। কোনওভাবেই যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তারা যেন কোনওভাবেই ছাড়া না পায়। আমরাও পুরোও ব্যাপারটা লক্ষ্য রাখছি। আইন আইনের পথে চলবে, তদন্ত যেভাবে দরকার চালিয়ে যেতে হবে। এটা অবশ্যই রাজনৈতিক খুন, তার সঙ্গে হিংসা, লোভ মানুষের রয়েছে যার জন্য এটা করেছে', বললেন মালদার নিহত তৃণমূল নেতার স্ত্রী।

শুধু আব্বাস নয়, জেলে আরও মগজধোলাই জঙ্গি তারিকুলের ! 'বাংলাদেশ থেকে কাছে..'

শুধু আব্বাস নয়, জেলে আরও মগজধোলাই জঙ্গি তারিকুলের! বহরমপুর জেলে আর কাদের মগজধোলাই খাগড়াগড়ের JMB জঙ্গির?জঙ্গি কার্যকলাপ বাড়াতেই কি বহরমপুর জেলে স্থানান্তরের আবেদন? 'বাংলাদেশ থেকে কাছে, বাড়ির লোকেদের সুবিধের দাবি জানিয়ে আবেদন'। প্রেসিডেন্সি জেল থেকে বহরমপুর জেলে পাঠানোর আবেদন করেছিল তারিকুল। 'কিন্তু, পরিবারের সঙ্গে সাক্ষাৎ নয়, আসল টার্গেট ছিল জঙ্গি-কার্যকলাপ বৃদ্ধি', JMB-র তারিকুলের বক্তব্যে অনেক অসঙ্গতি, দাবি বেঙ্গল STF সূত্রে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola