Malda : পঞ্চায়েত ভোটের আগে মালদায় ফের এক তৃণমূল নেতার আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল। Bangla News
পঞ্চায়েত ভোটের আগে মালদায় ফের এক তৃণমূল নেতার আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল। অভিযুক্ত ওয়াইদুর রহমান হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ প্রধান। সম্প্রতি তৃণমূল নেতার আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল হয়। সুপার ইম্পোজ করে ছবি ভাইরাল করা হয়েছে, এর পিছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে বলে দাবি তৃণমূল উপ প্রধানের। পঞ্চায়েত ভোটের আগে মানুষকে ভয় দেখাতেই এই কাজ, অভিযোগ তুলেছে বিজেপি। দল বেআইনি কাজ সমর্থন করে না, প্রতিক্রিয়া তৃণমূলের।
Tags :
West Bengal Viral Malda ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews