TMC CPM Clash:একশো দিনের জব কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল-সিপিএমের সংঘর্ষ মালদায়। ABP Ananda LIVE
মালদার হরিশ্চন্দ্রপুরে একশো দিনের জব কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ বাধল। দু’পক্ষের ৫ জন আহত হলেন। কাজ না করেই জব কার্ডের টাকা তুলেছেন তৃণমূল কর্মীরা, তা নিয়ে আলোচনা করাতেই মারধর, অভিযোগ করেছেন সিপিএম পঞ্চায়েত সদস্য। গন্ডগোলের দায় পাল্টা বামেদের ঘাড়েই দায় চাপিয়েছে শাসকদল।