Malda News: তৃণমূল নেতার হত্যাকাণ্ডের ৩দিন পার, এখনও অধরা মূল চক্রী।সন্ধান পেতে এবার পুরস্কার ঘোষণা

Continues below advertisement

ABP Ananda Live: মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ৩ দিন। এখন অধরা মূল চক্রী। আরও ২ অভিযুক্তের সন্ধান পেতে এবার পুরস্কার ঘোষণা করল মালদা জেলা পুলিশ। ইংরেজবাজারের রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা ও খুনের অন্যতম মাস্টারমাইন্ড কৃষ্ণ রজক ওরফে রোহন এবং মহানন্দা পল্লির বাসিন্দা বাবলু যাদবের হদিশ পাওয়ার জন্য ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। যদিও রাজনৈতিক ফায়দার জন্য এই খুন, খুনের নেপথ্যে বড় মাথা এবং গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে নিহত তৃণমূল নেতার পরিবার। কে সেই বড় মাথা? মালদার তৃণমূল সহ সভাপতি ও ইংরেজবাজার পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর ও শাসকদলের দাপুটে নেতা দুলাল সরকারকে সরালে কার ফায়দা? খুনের মোটিভ নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। 

শেখ হাসিনার আমলে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ। সেই নিয়ে এবার তদন্ত শুরু করতে চলেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। কোথায় ত্রুটি-বিচ্যুতি হয়েছিল, খতিয়ে দেখবে তারা। বিশেষ করে, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে তদন্ত শুরু হতে চলেছে। ওই তিন নির্বাচন ঘিরেই বিতর্ক হয়। (Bangladesh Situation)

হাসিনা আমলের নির্বাচন নিয়ে তদন্ত শুরু হতে চলেছে বলে জানিয়েছে বাংলাদেশের ঢাকা ট্রিবিউন সংবাদপত্র। জানা গিয়েছে, সম্প্রতি কমিশনের বৈঠকে আগের তিনটি নির্বাচন তদন্ত করে দেখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই মতো ১০ অঞ্চলের নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। নির্বাচন প্রক্রিয়ায় কোথায় কী ত্রুটি ছিল, তা নিয়ে রিপোর্ট তলব করেছেন তিনি। (Bangladesh Election Commission)

২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচন নিয়ে ভূরি ভূরি অভিযোগ সামনে আসে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচন হিসেবেও গণ্য হয় ওই তিন নির্বাচন। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP) ২০১৪ সালর নির্বাচন বয়কট করে। একতরফা এবং বিরোধীশূন্য নির্বাচন হয় সেবার, যা বাংলাদেশের ইতিহাসে বেনজির ঘটনা হিসেবে নথিভুক্ত হয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram