Malda News: বাড়ি বাড়িতে জল সরবরাহের দাবিতে তেঁতে উঠল মালদার হরিশ্চন্দ্রপুর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বাড়ি বাড়িতে জল সরবরাহের দাবিতে তেঁতে উঠল মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী তজমুল হোসেনের গড়। এমনকী নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে অভিযোগ তুলে বন্ধ করে দেওয়া হয় পাইপলাইন বসানোর কাজ। খোদ মন্ত্রী ঘটনাস্থলে গিয়ে সামাল দিলেন পরিস্থিতি। জলের দাবিতে জনরোষকে হাতিয়ার করে তৃণমূল আমলকে কটাক্ষে বিঁধেছে বিজেপি। 

আরও খবর...

নোট-বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা । নজিরবিহীনভাবে ফুটেজ-সহ রিপোর্টে আপলোড করল সুপ্রিম কোর্ট । হাইকোর্টের রিপোর্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড । সুপ্রিম কোর্টের কাছে ফুটেজ-সহ রিপোর্ট পেশ দিল্লি হাইকোর্টের । দিল্লি হাইকোর্টের রিপোর্টে বিচারপতির বাড়িতে অগ্নিকাণ্ডের ফুটেজ । বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগার দিনের ফুটেজ । তদন্তে ৩ বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট । বিচারপতি বর্মাকে আপাতত কোনও বিচারের কাজে না রাখার নির্দেশ । 'বাংলোর আউটহাউসের স্টোর রুমে কোনও টাকা রাখা হয়নি' । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola