Mamata Banerjee: ধ্যান করুন, সঙ্গে ক্যামেরা কেন ? আক্রমণ মমতার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: লোকসভা নির্বাচনে এখনও সপ্তম দফায় ভোটগ্রহণ বাকি। সেই আবহেই কন্যাকুমারীতে ধ্যান করতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল থেকেই মোদির ধ্যানে বসার খবর শিরোনামে জায়গা করে নিয়েছে। সেই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। শনিবার শেষ দফায় ভোটগ্রহণ বাকি এখনও, নির্বাচনী আদর্শ আচরণবিধিও জারি রয়েছে। সেই আবহে মোদির ধ্যানের সম্প্রদারে বিধিভঙ্গ হচ্ছে বলে অভিযোগ করছেন বিরোধীরা। পাশাপাশি, ধ্যানের ভান করে আসলে মোদি দেশবাসীর নজর কাড়তে চাইছেন বলেও অভিযোগ উঠছে।

বৃহস্পতিবার শেষ লগ্নের প্রচারে যাদবপুর থেকে মোদিকে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, "প্রতি বারই ভোটের আগে কোথাও না কোথাও গিয়ে বসে পড়েন, আর ৪৮ ঘণ্টা ধরে পাবলিসিটি খান। অথচ ৪৮ ঘণ্টা সব প্রচার বন্ধ থাকাই দস্তুর, যা আজ সন্ধে ৬টা থেকে পরশুদিন ভোট চলা পর্যন্ত কার্যকর থাকবে। আপনি ধ্যান করবেন, করুন না গিয়ে। কেউ তো বারণ করেনি! কিন্তু ক্যামেরা সঙ্গে নিয়ে কেন?"

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "এই ধ্যানে বসাটা নিশ্চুপ প্রচার। ভেটের সময় ধ্যান করতে ইচ্ছে হয় ওঁর। এর আগের বার কেদারনাথ গিয়েছিলেন। ভোটের সময় ভগবানকে মনে পড়ে। দেখছেন, রামমন্দির দিয়ে কাজ হচ্ছে না, বাজার খেল না। এখন তাই বিবেকানন্দ রকে ধ্যান করতে যাচ্ছেন। ধ্যান না ভান, আমরা জানি না। ভোট শেষ হয়ে গেলেও, ফলাফরে দিন পর্যন্ত যাতে মোদির ছবি মানুষের কাছে জ্বলজ্বল করে, এটা সেই চেষ্টা।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram