Mamata Banerjee 21 July Live : 'এই বৃষ্টি ২৪ সালে বিজেপিকে ভাসিয়ে নিয়ে যাবে' ২১-এর মঞ্চ থেকে মমতার আহ্বান

Continues below advertisement

' আজকে এত বৃষ্টিতেও, আপনাদের সরাতে পারেনি, তখন মনে রাখবেন ,মানুষের এই বৃষ্টি ২৪ সালে বিজেপিকে ভাসিয়ে নিয়ে যাবে। আমাদের মেরুদণ্ড সোজা, ওদের বেকা। এদের একদিকে ইডি-সিবিআই, একদিকে আয়কর অন্যদিকে জিএসটি। আমরা মাথা উঁচু করে থাকি। 

দু’বছর একুশে জুলাই করতে পারেনি। অনেকে কোভিডে মারা গেছেন। তার জন্য চিন্তা-করি। অনেককে হারিয়েছি। 

২১শে জুলাই বৃষ্টি হয়। ইশ্বরের আশীর্বাদ। ' ২১ শের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram