CAA Issue: সিএএ নিয়ে সুর চড়ালেন শান্তনু-শুভেন্দু, পাল্টা মমতা-অভিষেকও, কী বলছেন তাঁরা?
ভোটের আগেই ফেব্রুয়ারিতে কার্যকর সিএএ? শান্তনু ঠাকুরের পর সুর চড়ালেন শুভেন্দু অধিকারীও। 'ফেব্রুয়ারির শেষের দিকেই কার্যকর হয়ে যাবে সিএএ', সিএএ নিয়ে হুঙ্কার শুভেন্দুর, অধিকার দেওয়ার আইন দেওয়ার দাবি। বাংলা-সহ গোটা দেশে সিএএ কার্যকরের হুঙ্কার শান্তনু ঠাকুরের। 'সীমান্ত এলাকায় আলাদা পরিচয়পত্র দিতে চাইছে বিএসএফ, নেবেন না, ওই কার্ড নিলে এনআরসি-র আওতায় পড়ে যাবেন', সবাইকে বাদ দেবে, কোচবিহারে সভা থেকে পাল্টা অভিযোগ মুখ্যমন্ত্রীর। সিএএ নিয়ে শুধুই মানুষকে বোকা বানানোর চেষ্টা, আক্রমণে অভিষেকও