Tmc Brigade: আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন, কী বার্তা মমতা-অভিষেকের ? | ABP Ananda LIVE

Continues below advertisement

Brigade Rally: আজ নজরে রয়েছে ব্রিগেড(Brigade)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)কী বার্তা দেবেন? সামনেই লোকসভা নির্বাচন। আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন(Brigade TMC rally) । প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। ভোটের(Lok Sabha Election 2024) আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন মমতা(Mamata Banerjee)-অভিষেক (Abhishek Banerjee)। তৃণমূলের জনগর্জনে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। ব্রিগেডে থাকছে র‍্যাম্প চমক। হেঁটে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন বক্তারা। জেলা থেকে কলকাতায় কর্মী-সমর্থকরা। ক্যাম্পে থাকা-খাওয়ার ব্যবস্থা। তৃণমূলের ব্রিগেডের জন্য কলকাতার বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ। ব্রিগেড-সহ মধ্য কলকাতাকে (Kolkata)১০ সেক্টরে ভাগ। নিরাপত্তার চাদরে কলকাতা। ড্রোনে নজরদারি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram