Vegetable Price Hike: সবজির অগ্নিমূল্য ঠেকাতে বিভিন্ন বাজারে হানা দিচ্ছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স

Continues below advertisement

Marcket Price Task Force: আজও কলকাতার বিভিন্ন বাজারে হানা দিচ্ছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। নিউ মার্কেট ও যদুবাবুর বাজারে চলল অভিযান। টাস্ক ফোর্সের সদস্যরা জানিয়েছেন, কিছু কিছু জায়গায় সবজির দাম যথেষ্ট চড়া। সেক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি, হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে।

সবজির অগ্নিমূল্য ঠেকাতে সকাল সকাল বহরমপুরে বাজারে হানা দিল রাজ্য সরকারের টাস্ক ফোর্স। সঙ্গে ছিলেন বহরমপুরের মহকুমা শাসক ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বিভিন্ন সরকারি দফতরের  আধিকারিকরাও ছিলেন। এদিন বহরমপুরের বিভিন্ন বাজারে হানা দিয়ে সবজির দাম ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে যাচাই করেন টাস্ক ফোর্সের সদস্যরা। মূল্যবৃদ্ধি আটকাতে সরকারের তরফে এই অভিযান চলবে বলে জানানো হয়েছে। ABP Ananda LIVE

বিধানসভা ভোট-পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরানোর শুনানি স্থগিত। ৪০-এর বেশি মামলা রাজ্যের বাইরে সরাতে আর্জি জানিয়েছিল সিবিআই। সেই মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের হলফনামার জবাব দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিল সর্বোচ্চ আদালত। 'ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগকারী, সাক্ষী ও আইনজীবীদেরও হুমকি দেওয়া হচ্ছে'। 'বাংলায় স্বাধীন ভাবে মামলাগুলির বিচার সম্ভব নয়', দাবি করে মামলা সরাতে সুপ্রিম কোর্টে আর্জি জানায় সিবিআই। সিবিআইয়ের দাবির বিরোধিতা করে হলফনামা জমা দেয় রাজ্য। গত শুনানিতে রাজ্যের বিভিন্ন আদালতে চলা মামলা স্থগিতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram