Mamata Banerjee: একাধিক দুর্ঘটনায় দুর্গতদের পরিবারের জন্য় ক্ষতিপূরণ ঘোষণা মুখ্য়মন্ত্রীর। ABP Ananda Live

Continues below advertisement

West Banerjee: 'CAA-র সাথে NRC-র রিলেশন আছে। কোনও মানুষকে নাগরিকত্ব দিলে, আমেরিকায় কী নিয়ম আছে, ৫ বছর কেউ পড়াশোনা করলে গ্রিন কার্ড পায়, সিটিজেনশিপ কার্ড পায়, সারা বিশ্বে একটা জিনিস আছে, ভারতবর্ষে কী করেছে, মুসলিম সমাজকে সম্পূর্ণ বাদ দিয়েছে। যারা ওপার বাংলা থেকে এসেছে বা বিভিন্ন জায়গা থেকে এসেছে। হিনদু, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিষ্টানদের এই CAA-তে নিয়ে এসেছে। যে রুলস বের করেছে তা স্বচ্ছতা নেই। আপনি যেই CAA-তে নাম লেখাবেন, কাউকে অধিকার দিলে আমরা তো খুশি হই, অখুশি হই না, DM-দের কাছে ছেড়ে দিন, যে সিস্টেমে সারা পৃথিবী করে, আপনি সেই সিস্টেমে করুন। আমার কোনও অসুবিধা নেই। যে দেশে ৫ বছর থেকেছে বা ১০ বছর থেকেছে বা মেয়েকে বিয়ে করেছে বা স্বামী এখানকার মেয়ে ওখানকার, এরকম অনেক কেস আছে আমাদের। তা না করে কী করল, CAA-র সাথে মনে রাখবন NRC-র রিলেটেড।' মন্তব্য মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। পাশাপাশি একাধিক দুর্ঘটনায় দুর্গতদের পরিবারের জন্য় ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী (Mamata Banerjee)। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram