Mamata Banerjee: এবার থেকে আরও ৫০০! ইমাম-পুরোহিতের ভাতা বৃদ্ধি মমতার | ABP Ananda LIVE
CM Mamata Banerjee: 'অনেকে আমাকে নিয়ে অনেক অপপ্রচার, কুৎসা করেছে'। 'আমার কিছু যায় আসে না, আমি কী করব, সেটা আমার ব্যাপার' । 'বিজেপির কিছু কিছু নেতা সংখ্যালঘুদের ভাগাভাগির জন্য টাকা দিচ্ছে'। 'একসঙ্গে বোর্ড গঠন করছে বাম-কংগ্রেস-বিজেপি'। 'হিংসা লাগানোর জন্য টাকা দেওয়া হচ্ছে'। 'বাংলায় সিপিএম-কংগ্রেসকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে বিজেপি' । 'ফুরফুরা শরিফকে আমরা সম্মান করি, আশাকরি তাঁরা রাজনীতির মধ্যে প্রবেশ করবেন না'। 'আমাদের ধর্ম আমাদের প্রাণে, আঘাত আসলে আমরাই লড়াই করি'। 'আমার রাজ্যে এনআরসি করতে দিই নি, করতে দেবও না'। 'বাংলায় এনআরসি নিয়ে আন্দোলন করছি, অসমে এফআইআর করছে'। 'আবার করে দেখাব, কিছু করলে উত্তর পাবে, আমরা এজেন্সির ভয়ে মাথা নত করি না'। 'সিপিএম কত চক্রান্ত করেছে, সারদাকে এনেছে, কিছু হয়েছে, সমঝোতা হয়ে আছে'। সিপিএমের সঙ্গে বিজেপির আন্ডারস্ট্যান্ডিংয়ের অভিযোগে আক্রমণে মুখ্যমন্ত্রী। তৃণমূল কাউকে রেয়াত করে না, ইমাম-সম্মেলনে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'আগে বলত আধার কার্ড না করলে সন্ত্রাসবাদী, এখন বলছে আধার কার্ডে সব দিও না'। 'সব কিছু নিয়ে এখন কেন বলছ আধার কার্ডে সব কিছু দিও না?' 'হরিয়ানায় কী করল? সংখ্যালঘুরা কেমন আছে জানতে, টিম পাঠিয়েছিলাম'। '৩ কোটি ৬৩ লক্ষ মাইনোরিটি স্কলারশিপ দেওয়া হয়েছে'। 'ওবিসির টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, আমরা বন্ধ করে দিই নি'। আমরা শুধু বলে বেড়াই তা নয়, সংখ্যালঘুদের জন্য উন্নয়নের তালিকা দিয়ে দাবি মুখ্যমন্ত্রীর । 'যাদবপুর নিয়ে আগে গর্ব করতাম, অথচ একটা ছেলেকে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল' । এরা জীবনে বদলাবে না, যাদবপুরের বাম ছাত্র সংগঠনকে আক্রমণে মুখ্যমন্ত্রী । এত রক্ত নিয়েও এরা বদলায়নি, যাদবপুরের র্যাগিংকাণ্ডে ফের আক্রমণে মমতা। 'আর ৬টা মাস একটু কষ্ট করতে হবে, তারপরে ম্যানেজ করে দেব'। মোদি সরকারের মেয়াদ নিয়ে ফের হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের । 'রাজ্যে ধর্মের ভিত্তিতে প্রকল্পের ভাগাভাগি হয় না'। 'ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের ভাতা ৫০০ টাকা করে বাড়ল'। 'আমার একটাই খিদে, বিজেপি হঠাও, ইন্ডিয়া বাঁচাও'। 'যারা বিজেপির থেকে টাকা নিয়ে ভাগাভাগি করার চেষ্টা করবে, তাদের প্রশ্ন করবেন'। 'বাংলায় হিংসা করতে দেব না, আমরা শান্তি রক্ষা করব'। 'বাংলাকে ভাতে মারতে চায় মোদি সরকার, করতে দেব না' । ৬ মাস পরে ফের দেখা করব, ইমাম-সম্মেলনে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live