Mamata Banerjee:ব্রিগেড থেকে ৪২টি লোকসভা কেন্দ্রেই প্রার্থী ঘোষণা তৃণমূলের, টিকিট পেলেন ১১ জন বিধায়ক

Continues below advertisement

ABP Ananda LIVE: 'গতকাল একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন'। 'কেন্দ্রীয় সরকারের বাংলাকে(west bengal) জোর করে দখল করার প্রচেষ্টা মানতে পারেননি বলেই পদত্যাগ'। 'নির্বাচনের নামে কলঙ্ক, সব দখল করতে চাইছে'। 'যাঁদের কথার দাম নেই, তাঁদের আবার কীসের গ্যারান্টি'। 'ভোট এলেই ১০০ টাকা গ্যাসের দাম কমানো হয়'। '১০০ দিনের কাজ হল সংবিধানের গ্যারান্টি, মোদি কীসের গ্যারান্টি দিচ্ছেন?' '৫৯ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজের টাকা দেয়নি মোদি (narendra modi)সরকার'। 'না দিয়েই বলছেন, খেয়ে ফেলেছে'। 'বাংলায় এসে বলছেন, আবাস যোজনার জন্য নাকি ৪৩ হাজার কোটি টাকা দিয়েছেন'। '২ বছর ধরে বাড়ির এক টাকাও দেয়নি মোদি সরকার'। '১ মে-র মধ্যে বাড়ি তৈরির টাকা না দিলে ১১ লক্ষ বাড়ি আমরা তৈরি করে দেব'। '১৮টি আসন তো জিতেছিল, কী করেছে দেখান'। 'আমি মেট্রো রেলের জন্য টাকা বরাদ্দ করে রেখেছিলাম, আর উনি ফিতে কাটছেন'। 'গঙ্গাসাগর সেতু, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram