Mamata Banerjee : ভাল লোক হলে যত পারবেন, নিয়ে নেবেন,লোকসভা ভোটের আগে বার্তা মমতার
লোকসভা ভোটের ( Loksabha Poll ) আগে কার্যত দলবদলের দরজা খুলে দিলেন তৃণমূলনেত্রী ( Mamata Banerjee ) । 'যদি ভাল কেউ আপনাদের সঙ্গে যোগ দিতে চান, তাহলে ফেলে রাখবেন না, ভাল লোক হলে যত পারবেন, নিয়ে নেবেন, বক্সীদার থেকে অনুমতি নিয়ে নেবেন', নেতাজি ইন্ডোরের সভা থেকে বার্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের