Mamata Banerjee: ১ মার্চ থেকে মিলবে ১০০ দিনের কাজের বকেয়া, বিধানসভায় বললেন মমতা। ABP Ananda Live
Continues below advertisement
কেন্দ্র বকেয়া টাকা আটকে রাখলেও, ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকারই মিটিয়ে দেবে বলে ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। সেই কাজে আরও সাত দিন সময় নিলেন। ২১ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ থেকে টাকা দেওয়া হবে বলে জানালেন। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট বক্তৃতা করেন মমতা। সেখানেই বাড়তি একসপ্তাহ সময় নেওয়ার কথা জানান তিনি। মমতা বলেন, "২১ লক্ষ মানুষকে ২১ ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার কথা বলেছিলাম আমরা। কিন্তু সমীক্ষা করে দেখা গিয়েছে ১০০ দিনের কর্মীর সংখ্যা ২১ লক্ষ নয়, ২৪ লক্ষ ৫০ হাজার। অ্যাকাউন্ট খুলে প্রসেস করতে আরও এক সপ্তাহ সম লাগবে। তাই ১ মার্চ থেকে টাকা দেব আমরা।" (MGNREGA Dues)
Continues below advertisement