Mamata Banerjee: মেয়ো রোডের সভা থেকে নির্বাচন কমিশনকে ফের আক্রমণ মমতার
ABP Ananda LIVE: ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের আবহেই বৃহস্পতিবার মেয়ো রোডের সভা থেকে নির্বাচন কমিশনকে ফের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়! বললেন, 'গায়ের জোরে এসব হবে না। যেমন লক্ষ্মীর ভাণ্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভাণ্ডারাও আছে। খুলে দেব। ফাঁস করে দেব। ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন, কোন কোন রাজ্য়ে IPS আছে, IS আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের উপরে। BDO-দের ভয় দেখাচ্ছে। SDO-দের ভয় দেখাচ্ছে। DM-দের ভয় দেখাচ্ছে। ...ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন ৩ মাস'। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাড়তে চায়, ১০ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে'। এদিন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে হাইকোর্টের বিচারব্যবস্থার একাংশকে ফের তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমাদের কাছে দুর্ভাগ্যের যে বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে, কলকাতা হাইকোর্টের বিচারব্য়বস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল'। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।