Mamata Banerjee : 'রাম-বাম-শ্যাম', শালবনিতে অভিষেকের কর্মসূচি থেকে বিরোধীদের একযোগে তোপ মমতার

Continues below advertisement

'জেলায় নেতাদের একেকরকম মত থাকতে পারে। কিন্তু শেষপর্যন্ত দল যাকে প্রার্থী করবে, তাকেই সমর্থন করতে হবে। অনেক সময় সিপিএম বলে আমাদের গ্রেফতার করেনি কেন?'
দয়া করে গ্রেফতার করিনি, সিপিএমকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রতদা বলেছিলেন, সপ্তাহে একদিন ধরে পেটাই দেওয়া উচিত। কথাটা আমার মনে পড়ে, কিন্তু আমরা কাউকে মারব না, পাপের মার এমনিতেই হবে। মন্ত্রীর গাড়িতেও ভাঙচুর চালিয়েছে, আদিবাসী মহিলা, তারও গাড়ি ভেঙেছে। কুড়মিদের নাম করে বিজেপির স্লোগান দিয়ে, তারাই অত্যাচার করেছে'
অভিষেকের উপর হামলাও করতে গিয়েছিল, অভিযোগ মমতার। অশান্তি ছড়িয়ে আর যাই হোক বাংলাকেও শেষ করা যাবে না, তৃণমূলকেও নয়। আদিবাসীদের জমি যাতে দখল না হয়, তার জন্য আমরা ব্যবস্থা করেছি। আমরা জয় জহর করেছি, স্কুল-কলেজে পড়া বিনামূল্যে করেছি, কী বাকি আছে? ভাদুতলা, নেতাই, লালগড়-আমি আগেও দেখে গিয়েছি'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram