Mamata Banerjee : 'রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না', কোন প্রসঙ্গে অগ্নিমিত্রাকে আক্রমণ মমতার ?
ABP Ananda LIVE : বিধানসভায় শাসক-বিরোধী সংঘাত । মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় অগ্নিমিত্রা । 'আপনি ফ্যাশন নিয়ে বললে শুনব, রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না', আক্রমণে মমতা বন্দোপাধ্যায় ।
Sonam Raghuwanshi Arrested : সোনম-রাজা কাণ্ডে ধৃতদের জেরা করে একাধিক তথ্য পুলিশের হাতে
ঠান্ডা মাথায় স্বামীকে খুনের পরিকল্পনা করে সোনম, খবর পুলিশ সূত্রে। পথের কাঁটা সরার পরেই প্রেমিককে বিয়ের সিদ্ধান্তও নেয় সোনম: পুলিশ।প্রেমিক ও তার বন্ধুদের সঙ্গে মিলে ইন্দোরের পরিবহণ ব্যবসায়ী রাজা রঘুবংশীকে হত্যা, পুলিশ সূত্র ।'বিয়ের মাত্র পাঁচ দিন পরেই স্বামীকে খুনের পরিকল্পনা করেছিল সোনম'।১৬ মে: সোনম তার প্রেমিক রাজ কুশওয়াহের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা করে।'স্বামীকে খুনের পরে প্রেমিককে বিয়ের পরিকল্পনাও করেছিল ধৃত সোনম'।'স্বামীকে খুন করে লুঠের গল্প সাজানোর ছক কষে সে'।'রাজাকে হত্যায় ব্যবহৃত কুঠার অনলাইনে অর্ডার করা হয়েছিল'।'খুনের আগে সোনমের হোমস্টে থেকে ১ কিলোমিটার দূরের একটি হোটেলে থাকছিল বাকি অভিযুক্তরা'।'খুনের আগে চিৎকার করে স্বামীকে মেরে ফেলার নির্দেশ দেয় স্ত্রী'।২৩ মে: ছবি তোলার অজুহাতে সোনম ও তার স্বামীকে নির্জন পাহাড়ি অঞ্চলে নিয়ে যায় অভিযুক্তরা।সোনমের নির্দেশের পরেই খুন করা হয় তার স্বামীকে, পুলিশ সূত্র ।অভিযুক্ত বিশাল চৌহান, রাজার মাথায় কুঠার দিয়ে আঘাত করে, পুলিশ সূত্র ।সেই সময়ে দূর থেকে নজরদারি চালাচ্ছিল আরেক অভিযুক্ত আকাশ রাজপুত: পুলিশ।খুনের পরে অভিযুক্ত দু'জনকে ২০ লক্ষ টাকা দেবে বলে জানিয়েছিল সোনম: পুলিশ।পাহাড়ে চড়তে চড়তে ক্লান্ত হয়ে একসময়ে খুন করতে অস্বীকার, জেরায় স্বীকার অভিযুক্তদের। 'তখনই তাদের ২০ লক্ষ টাকা দেওয়ার লোভ দেখায় সোনম''প্রেমিক রাজ নিজের ব্যগ থেকে ১৫ হাজার টাকা অগ্রিম দেয় বাকি দু'জনকে'। 'হত্যার পরে শিলং থেকে গুয়াহাটি পৌঁছয় সকলে, সেখান থেকে বারাণসী হয়ে গাজিপুরে পালায় সোনম'। 'পুলিশকে এড়াতে নিজেদের মোবাইল ফোন ভেঙে দেয় সব অভিযুক্তরা'। CDR ও কল ট্রেসিংয়ের মাধ্যমে ইন্দোরে সোনমের প্রেমিকের খোঁজ পায় পুলিশ, সেখান থেকে গ্রেফতার।