Mamata Banerjee: বিজেপি সরকার আসার পর থেকে সব বন্ধ করে দিয়েছে, বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী

Continues below advertisement

ABP Ananda LIVE: বিজেপি সরকার আসার পর থেকে সব বন্ধ করে দিয়েছে, বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। 'উত্তরবঙ্গ থেকে এত আসন জিতেও কিছু দিল না কেন্দ্রীয় সরকার। বন্যার জন্য বিহার টাকা পেয়েছে, অসম পেয়েছে, বাংলা এক টাকাও পায়নি'। 'ওদের লজ্জা নেই, বাংলা ভাগ নিয়ে চিৎকার করছে', বিধানসভায় আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 'ডিভিসির বন্যাটা হল ম্যন মেড বন্যা'। 'জল ধারণ ক্ষমতা বাড়ালে একাধিক জেলায় বন্যার প্রবণতা কমবে'। 'কেউ বলছে কোচবিহার আলাদা কর, কেউ বলছে মালদা, মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য কর। কেন বঞ্চিত জানতে চায় বাংলা, এ নিয়ে সরব হবেন তৃণমূল সাংসদরা'। 

এদিন রাহুল গান্ধী বলেন, আমি শেষবার যে বক্তব্য রেখেছিলাম, সেখানে কিছু ধর্মীয় কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম। অহিংসার কথা বলতে গিয়ে ভগবান শিবের কথা তুলেছিলাম। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়ে বলেন, আমি আরও বলেছিলাম, আমাদের দেশে বহু যুগ থেকে ধরে চলে আসছে নানা ধর্ম।  এদিন রাহুল আরও বলেন, '১০ বছরে ৭০ বার প্রশ্নফাঁস হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষণে প্রশ্নফাঁসের কোনও উল্লেখ নেই। দেশ পদ্মফুলের চক্রব্যূহে আটকে। কৃষকদের সঙ্গে দেখা করতে রাজি নয় সরকার। এবারের বাজেটে মধ্যবিত্তর বুকে-পিঠে ছোরা মেরেছে সরকার। ছোট ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে।' ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram