Mamata Banerjee: 'ভোটের সময় বাঙালি- অবাঙালি করবেন না', BJP-কে আক্রমণে মমতা
Kalipuja News: 'ভোটের সময় বাঙালি-অবাঙালি করবেন না'। বিভাজনের রাজনীতির অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। কালীপুজোর উদ্বোধনে গিয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ। আজ কালীপুজোর উদ্বোধন করেন মমতা বন্দোপাধ্যায়। জানবাজার এবং গিরিশ পার্কে কালীপুজোর উদ্বোধন করেন মমতা। তিনি বলেন, 'উৎসবের সময় বাঙালি, অবাঙালি করবেন না।' আরও খবর, এবার কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। পুলিশ সুপারের কাছে সরাসরি অভিযোগ কীর্ণাহারের দুই পরিবারের। বাড়ি করার জন্য একজনের থেকে ১ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। অপরজনকে থানায় তুলে নিয়ে গিয়ে ৫ হাজার টাকা দাবি। কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে বীরভূমের SP-র কাছে অভিযোগ দুই পরিবারের। এই নিয়ে মন্তব্য করতে চাননি কীর্ণাহার থানার ওসি আশরাফুল শেখ। সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সাসপেন্ডেড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে (Tanmay Bhattacharya) জিজ্ঞাসাবাদ করল পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তন্ময় ভট্টাচার্য। পরিকল্পিত কুৎসা, অভিযোগ উড়িয়ে দাবি করেছেন প্রাক্তন সিপিএম বিধায়ক।