Mamata Banerjee: 'NRC মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না', হুঙ্কার মমতার | ABP Ananda Live
ABP Ananda LIVE : কোচবিহারে তৃণমূলের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ।'পঞ্চানন বর্মার নামে একটি গবেষণাকেন্দ্র তৈরি হয়েছে'। 'ক্ষমতায় আসার পর ১ বছর সময় দিতে হয়েছে বামফ্রন্টের জঞ্জাল সাফাই করতে'। 'আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না, ভালবাসা দিয়ে কিনি'। 'ভোটের সময় নতুন করে আমরা কিছু করি না'। 'ভোটের সময় চা বাগান খোলার নামে নাটক বরদাস্ত করি না'। 'বিহারে একবারে কিছু মা বোনেদের ১০ হাজার দিয়ে ভোট কিনেছে'। 'আগে করে দেখান, তার পর আমার সঙ্গে লড়াই করতে আসবেন'।
'আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না', আমার সমর্থন লাগবেই', হুঙ্কার হুমায়ুনের!
বাবরি মসজিদের শিলান্যাসের পরেই বার্তা হুমায়ুন কবীরের। সদ্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের গলায় শোনা গেল নতুন হুঙ্কার। নতুন দলের আত্মপ্রকাশের আগে সদ্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের গলায় 'কিং মেকার'-এর সুর।
ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। আমরা এখন এমনই অবস্থায় আছি। ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব। প্রচারেও করব, নির্বাচন কমিটিতেও সেটা দেখাবো। যাদের প্রার্থী করব, তাদের তালিকা দেখলেই বুঝবে সকলে। হুঙ্কার দিচ্ছি না। আমি করে দেখানোর লোক। ২২ ডিসেম্বর আসতে দিন, ১ লক্ষের জমায়েত করব'।