Mamata Banerjee: 'করছাড়ের নামে কারসাজি', বাজেট-ব্যাখ্য়া মমতার
করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হলেও, ২০২৩-'২৪ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে (Union Budget 2023) সুবিধাবাদীদের বাজেট বলে কটাক্ষ করেছেন আগেই। এ বার করছাড়ের 'ফাঁক-ফোকর'ও বুঝিয়ে দিতে শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। ৫ থেকে ৭ লক্ষ পর্যন্ত করছাড়ের ঊর্ধ্বসীমা বাডা়নো হলেও, ঘুরপথে ২.৫ লক্ষ টাকা আসলে কেটে নেওয়া হল বলে মন্তব্য করলেন তিনি। জানালেন, দুই গালে থাপ্পড় মারা হলেও, সত্য কথা বলা থেকে, দরিদ্র মানুষের হয়ে কথা বলা থেকে বিরত হবেন না তিনি।
Tags :
Nirmala Sitharaman Mamata Banerjee Mamata Banerjee Budget 2023 Union Budget 2023 Budget 2023 News India Budget 2023 Union Budget 2023 News Budget 2023 Live Union Budget 2023 Live